শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ নভেম্বর ২০২৪ ১৭ : ৩২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মাত্র তিন মাস আগে রাস্তা সংস্কার হয়েছে। সরকারি তহবিল থেকে বরাদ্দও নেহাত কম হয়নি। খাতাকলমে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের ৫১ লক্ষ টাকা ব্যয় করে রাস্তা সংস্কার হয়েছে। তিন মাস ঘুরতেই পিচ উঠে রাস্তার ইট-পাথর বেরিয়ে পড়েছে। তৈরি হয়েছে বড় বড় গর্ত।
সরকারি প্রকল্পের কাজ নিয়ে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের আমলানির বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি হালকা ভাবে দেখছে না। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বিডিওকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ব্ল্যাক লিস্টেড করা হতে পারে কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থাকে।
হাসনাবাদ ব্লকের আমলানি পঞ্চায়েতের আমদানি হাটখোলা মোড় থেকে পালপাড়া স্লুইসগেট পর্যন্ত তিন কিলোমিটার দৈর্ঘ্যের একটি ব্যস্ত রাস্তা রয়েছে। ওই রাস্তাটি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের তত্ত্বাবধানে রয়েছে। মাত্র তিন মাস আগে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তাটিতে সংস্কারের কাজ হয়। তাতে ৫১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল।
কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়ে বরাদ্দ টাকা পেয়েও গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, তিন মাসের মধ্যে রাস্তার ইট-পাথর বেরিয়ে পড়েছে। কোথাও কোথাও সেই ইট-পাথর উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ওই রাস্তা দিয়ে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। ছোট ও মাঝারি যানবহনও চলাচল করে। যাতায়াত করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও।
সংস্কার হওয়ার তিন মাসের মধ্যেই সেই রাস্তার পিচ উঠে গিয়েছে। তৈরি হয়েছে মরণফাঁদ। বেহাল রাস্তায় রাতের দিকে ছোট বড় দুর্ঘটনাও ঘটে চলেছে। বাসিন্দাদের অভিযোগ, রাস্তা সংস্কারের কাজে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে ৫১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। ঠিকাদারি সংস্থা ঠিকমতো কাজ না-করে টাকা নিয়ে চলে গিয়েছে। তাই, তিন মাসের মধ্যে সংস্কার হওয়ার রাস্তা মরণফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দা বাবলু মণ্ডল, সমরেশ সরকার, বাবু গাজি ও দুলাল মণ্ডল বলেন, 'রাস্তা সংস্কারের জন্য সরকার বহু টাকা বরাদ্দ করেছে। ঠিকাদারি সংস্থা সেই কাজ ঠিকভাবে করেনি। কিন্তু বরাদ্দ টাকা তারা তুলে নিয়েছে। আমরা চাই, ঘটনা তদন্ত হোক। ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। রাস্তা আবার নতুন করে সংস্কার করা হোক। না-হলে দুর্ঘটনা বাড়তেই থাকবে।'
রাস্তা খারাপের কাজ যে ঠিকমতো হয়নি তা মেনে নিয়েছেন আমলানি পঞ্চায়েতের প্রধান মিঠু মণ্ডলও। তিনি বলেন, 'রাস্তার সংস্কারের কাজ হয়ে যাওয়ার পর আমি গিয়ে দেখে এসেছিলাম। আমি ইঞ্জিনিয়ার নই। খোলা চোখে ভালো-মন্দ কিছু বুঝতে পারিনি। তিন মাসের মধ্যে দেখছি, রাস্তার পিচ উঠে থানাখন্দ তৈরি হয়ে গিয়েছে। জেলা পরিষদের পদাধিকারীদের কাছে আমি বিষয়টি জানিয়েছি।'
উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ কর্তৃপক্ষ বিষয়টি হালকাভাবে দেখছে না। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, 'বিডিওকে ওই রাস্তা পরিদর্শন করে রিপোর্ট দিতে বলেছি। অভিযোগ সত্যি হলে কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে ওই ঠিকাদারি সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে।'
বিশেষ খবর
নানান খবর
![](/uploads/adthumb_358.jpeg)
নানান খবর
![](/uploads/thumb_37416.jpg)
নীল বাতি লাগানো, সঙ্গে তিনটে স্টার, চন্দননগর পুলিশের জালে ভুয়ো এডিজি কোস্টগার্ড...
![](/uploads/thumb_37415.jpg)
আর নৌকো নয়, এবার সাইকেল চালিয়েই পার হওয়া যাবে নদী...
![](/uploads/thumb_374171738924335.jpg)
ডেউচা পাঁচামিতে জমি খনন শুরু, সমস্যার সমাধানে চারটি সরকারি ক্যাম্প...
![](/uploads/thumb_37411.jpg)
ঢুকছে বহিরাগত ভাড়াটে খুনিরা! নৈহাটির তৃণমূল কর্মী খুনের উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার ৪...
![](/uploads/thumb_37404.jpg)
দত্তপুকুর কাণ্ডে গ্রেপ্তার আরও এক, এবার পুলিশের জালে অপরাধীদের আশ্রয়দাতা মহিলা ...
![](/uploads/thumb_37337.jpg)
সপ্তাহশেষে আবারও দুর্ভোগের আশঙ্কা, বাতিল বহু লোকাল ট্রেন...
![](/uploads/thumb_37336.jpeg)
ফোন দেখতে চাইত প্রতিবেশী নাবালিকা! সেই সুযোগে লাগাতার ধর্ষণ করল দাদু ...
![](/uploads/thumb_37330.jpg)
পড়ুয়াদের নিশ্চিত ভবিষ্যৎ গড়তে হবে, অভিনব ভাবনা তৃণমূল ছাত্র পরিষদের...
![](/uploads/thumb_37327.jpg)
বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে বড় ঘোষণা ২১২টি মউ সাক্ষর এবং কত বিনিয়োগ প্রস্তাব, জানালেন মুখ্যমন্ত্রী ...
![](/uploads/thumb_37325.jpg)
পাওয়া গেল না বিকল্প মুখ, সত্তরোর্ধ্ব অনন্ত রায়ের উপরেই ফের ভরসা সিপিএমের ...
![](/uploads/thumb_37239.jpg)
দত্তপুকুরের কাটা মুন্ডুর রহস্যভেদ, খুনের কারণ জানলে চমকে উঠবেন...
![](/uploads/thumb_372271738767699.jpg)
ফের গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত হয়ে ভর্তি কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে ও হাসপাতালে...
![](/uploads/thumb_37226.jpeg)
সাংগঠনিক নির্বাচন নিয়ে ধুন্ধুমার, নদীয়ায় বিজেপি অফিসে কর্মীদের ভাঙচুর ...
![](/uploads/thumb_37217.jpg)
ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...
![](/uploads/thumb_37218.jpg)
ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...