মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ নভেম্বর ২০২৪ ১৭ : ৩২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মাত্র তিন মাস আগে রাস্তা সংস্কার হয়েছে। সরকারি তহবিল থেকে বরাদ্দও নেহাত কম হয়নি। খাতাকলমে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের ৫১ লক্ষ টাকা ব্যয় করে রাস্তা সংস্কার হয়েছে। তিন মাস ঘুরতেই পিচ উঠে রাস্তার ইট-পাথর বেরিয়ে পড়েছে। তৈরি হয়েছে বড় বড় গর্ত।
সরকারি প্রকল্পের কাজ নিয়ে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের আমলানির বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি হালকা ভাবে দেখছে না। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বিডিওকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ব্ল্যাক লিস্টেড করা হতে পারে কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থাকে।
হাসনাবাদ ব্লকের আমলানি পঞ্চায়েতের আমদানি হাটখোলা মোড় থেকে পালপাড়া স্লুইসগেট পর্যন্ত তিন কিলোমিটার দৈর্ঘ্যের একটি ব্যস্ত রাস্তা রয়েছে। ওই রাস্তাটি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের তত্ত্বাবধানে রয়েছে। মাত্র তিন মাস আগে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তাটিতে সংস্কারের কাজ হয়। তাতে ৫১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল।
কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়ে বরাদ্দ টাকা পেয়েও গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, তিন মাসের মধ্যে রাস্তার ইট-পাথর বেরিয়ে পড়েছে। কোথাও কোথাও সেই ইট-পাথর উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ওই রাস্তা দিয়ে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। ছোট ও মাঝারি যানবহনও চলাচল করে। যাতায়াত করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও।
সংস্কার হওয়ার তিন মাসের মধ্যেই সেই রাস্তার পিচ উঠে গিয়েছে। তৈরি হয়েছে মরণফাঁদ। বেহাল রাস্তায় রাতের দিকে ছোট বড় দুর্ঘটনাও ঘটে চলেছে। বাসিন্দাদের অভিযোগ, রাস্তা সংস্কারের কাজে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে ৫১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। ঠিকাদারি সংস্থা ঠিকমতো কাজ না-করে টাকা নিয়ে চলে গিয়েছে। তাই, তিন মাসের মধ্যে সংস্কার হওয়ার রাস্তা মরণফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দা বাবলু মণ্ডল, সমরেশ সরকার, বাবু গাজি ও দুলাল মণ্ডল বলেন, 'রাস্তা সংস্কারের জন্য সরকার বহু টাকা বরাদ্দ করেছে। ঠিকাদারি সংস্থা সেই কাজ ঠিকভাবে করেনি। কিন্তু বরাদ্দ টাকা তারা তুলে নিয়েছে। আমরা চাই, ঘটনা তদন্ত হোক। ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। রাস্তা আবার নতুন করে সংস্কার করা হোক। না-হলে দুর্ঘটনা বাড়তেই থাকবে।'
রাস্তা খারাপের কাজ যে ঠিকমতো হয়নি তা মেনে নিয়েছেন আমলানি পঞ্চায়েতের প্রধান মিঠু মণ্ডলও। তিনি বলেন, 'রাস্তার সংস্কারের কাজ হয়ে যাওয়ার পর আমি গিয়ে দেখে এসেছিলাম। আমি ইঞ্জিনিয়ার নই। খোলা চোখে ভালো-মন্দ কিছু বুঝতে পারিনি। তিন মাসের মধ্যে দেখছি, রাস্তার পিচ উঠে থানাখন্দ তৈরি হয়ে গিয়েছে। জেলা পরিষদের পদাধিকারীদের কাছে আমি বিষয়টি জানিয়েছি।'
উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ কর্তৃপক্ষ বিষয়টি হালকাভাবে দেখছে না। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, 'বিডিওকে ওই রাস্তা পরিদর্শন করে রিপোর্ট দিতে বলেছি। অভিযোগ সত্যি হলে কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে ওই ঠিকাদারি সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে।'
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
সততার অনন্য নজির, লক্ষাধিক টাকার গয়েনা ভর্তি ব্যাগ ফেরালেন গরিব টোটো চালক...
সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ভারতকে বাধার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ...
শীতের আমেজে দিঘায় শুরু মিষ্টি উৎসব, স্টলে স্টলে উপচে পড়া ভিড়, কী দাবি তুললেন ব্য়বসায়ীরা? ...
মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর চালু নলগোড়া ও ধোসাহাট সেতু, স্বস্তিতে স্থানীয়রা ...
যেখানে বাঘের ভয় সেখানে সন্ধের অপেক্ষায় বনকর্মীরা, মৈপীঠে খাঁচা পেতে হবে হৈ হট্টগোল ...
পুরুলিয়ায় পুলিশ কন্যা হত্যার কিনারা, গ্রেপ্তার ১...
কী অবস্থায় রাজ্যের পরিবহন? দেখতে পথে পরিবহনমন্ত্রী ...
বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া মৎস্যজীবীদের আর্থিক সহায়তা, 'দিদি'র প্রতি কৃতজ্ঞ মৎস্যজীবীরা...
জলা বুজিয়ে পাঁচিল! বন্ধ নিকাশি, জলযন্ত্রণায় ক্ষিপ্ত প্রায় আড়াইশো পরিবার...
শুভেন্দুর জেলায় বিজেপির বিরাট অস্বস্তি, তৃণমূলের দখলে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত...
বাড়ি ফিরলেন রবি, সোনার ছেলেকে বরণ করে নিলেন গ্রামবাসীরা, ভালবাসায় আপ্লুত ফুটবলার...
অবশেষে মুক্তি! বাংলাদেশে আটক ৯৫ জন মৎস্যজীবী ফিরলেন দেশে, ভারত থেকে ফেরানো হল ৯০ জনকে...
ভাবাদিঘি বাঁচিয়ে অবিলম্বে হোক রেলপথ, গণ কনভেনশনে মত আন্দোলনকারীদের...
শ্রমিকদের সামাজিক সুরক্ষায় নবজাগরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, শ্রীরামপুরের সভায় বললেন সাংসদ ঋতব্রত...
এবিটি জঙ্গিদের সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণের মাস্টার-মাইন্ডের যোগ! এসটিএফ-এর হাতে চাঞ্চল্যকর তথ্য ...